ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বুধবার পর্যন্ত দেশের আর্থিক প্রতিষ্ঠান খোলা

বুধবার পর্যন্ত দেশের আর্থিক প্রতিষ্ঠান খোলা

নিউজ ডেক্স : করোনা পরিস্থিতির কারণে আগামী সোমবাবার (২৮ জুন) কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ ঘোষণা দেন। এ সময় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান তিনি। 

তবে, আজ শনিবার সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত দেশের আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালের কন্ঠ

সভা সূত্রে জানা যায়, সোমবার থেকে কঠোর লকডাউন শুরু হবে। তবে বুধবার (৩০ জুন) পর্যন্ত দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। পরদিন বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

লকডাউনে শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!