Home | দেশ-বিদেশের সংবাদ | বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানালো সৌদি

বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানালো সৌদি

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেক্স : বিদেশি হজযাত্রীদের একটি দল সৌদি আরবের মদিনায় পৌঁছেছে। ইন্দোনেশিয়ার ওই দলটি এরপর মক্কায় যাবে। করোনা মহামারির শুরু হওয়ার পর এই প্রথম বিদেশিরা দেশটিতে হজ করতে যাওয়ার সুযোগ পেলেন। শনিবার (৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মাসে সৌদি সরকার জানায়, এ বছর দেশি-বিদেশি মোট ১০ লাখ মানুষকে হজের জন্য অনুমতি দেওয়া হয়েছে। গত বছর ৬০ হাজার ও ২০২০ সালে এক হাজারের কম স্থানীয় মানুষকে এ সুযোগ দেওয়া হয়।

দেশটির হজ মন্ত্রণালয়ের মোহাম্মদ আল-বিজাভি বলেন, হজের জন্য ইন্দোনেশিয়া থেকে আসা একটি দলকে আমরা গ্রহণ করেছি। এরপর মালয়েশিয়া ও ভারত থেকে ফ্লাইট আসা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিদেশ থেকে আসা আল্লাহর মেহমানদের গ্রহণ করতে পেরে আমরা খুব খুশি। মহামারির কারণে দুুই বছর এটা সম্ভব হয়নি। তাদের থাকার জায়গা দেওয়া জন্য সৌদি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান মোহাম্মদ আল-বিজাভি।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। যাদের সক্ষমতা রয়েছে তাদের জন্য এটি ফরজ করা হয়েছে। ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!