ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বান্দরবানে ঝর্ণায় কলেজ ছাত্রের মৃত্যু

বান্দরবানে ঝর্ণায় কলেজ ছাত্রের মৃত্যু

10-09

নিউজ ডেক্স : বান্দরবানে ঝর্ণায় গোসল করতে নেমে মো. তাহাসান আহমেদ (১৯) নামে ঢাকার এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিক্ষাসফরে বান্দরবান বেড়াতে এসে সদর উপজেলার রেইছা এলাকায় রূপালী ঝর্ণা ভ্রমণে যান ঢাকা রামপুরার রাজধানী আইডিয়াল কলেজের ছাত্র-শিক্ষকদের ১৩২ জনের পর্যটকের একটি দল।

রূপালী ঝর্ণায় গোসল করতে নেমে হঠাৎ পানিতে শ্বাসরোধ হয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. তাহাসান আহমেদ-এর।

এসময় শিক্ষক-ছাত্ররা দ্রুত তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায় কিন্তু বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক সামিয়া জাহান তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঝর্ণায় গোসল করতে নেমে ঢাকা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!