Home | ব্রেকিং নিউজ | পুটিবিলা ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হতে চান আ.স.ম দিদারুল আলম

পুটিবিলা ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হতে চান আ.স.ম দিদারুল আলম

553

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান হতে চান তরুণ সংগঠক আ.স.ম দিদারুল আলম। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় বছর দুয়েক বাকি থাকলেও সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি ও তাঁর অনুসারিরা।

দিদার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম.চর.হাট এলাকার বাসিন্দা। তাঁর বাবা মাষ্টার আবদুস ছালাম একজন বীর মুক্তিযোদ্ধা। তাদের পরিবারের সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। দেশপ্রেমে উদ্বুদ্ধ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আগামী ইউপি নির্বাচনে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পদে দিদার প্রতিদ্বিন্দ্বতা করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র। তিনি বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছে সূত্রগুলো।

74784425_2383037952011494_4949890100004651008_n

দিদারুল আলম ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের পৃষ্টপোষাকতা করে আসছেন। এতে করে এলাকায় তাঁর একটি স্বকীয় অবস্থান তৈরী হয়েছে। তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে জানান তাঁর অনুসারিরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বিন্দ্বতা করলে হেভিওয়েট প্রার্থী হিসেবে চমক দেখাতে পারেন বলে জানান অনেকেই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রার্থিতার বিষয়ে পরিষ্কার করেছেন দিদারুল আলম।

72628190_2972678289413354_1911623483125661696_n

প্রবাসী আলহাজ্ব আলীমুজ্জামান রিপন ও স্থানীয় এম. সেলিম উদ্দিন জানান, এলাকার তরুণদের মধ্যে আ.স.ম দিদারুল আলমের গ্রহণ যোগ্যতা রয়েছে। এলাকার গরীব-দুঃখী মানুষের বিপদে তিনি এগিয়ে আসেন। এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে পাওয়া যায় তাকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে চমক দেখাতে পারে বলে মনে করেন তারা।

73250683_2415198418698434_1357913602085879808_n

আ.স.ম দিদারুল আলম জানান, আমি পুটিবিলা ইউনিয়নের অসহায় গরীব মানু্েষর সেবা করতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বিন্দ্বতা করবো। দলীয় প্রতীকে নির্বাচন হলে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!