Home | দেশ-বিদেশের সংবাদ | পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২ 

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২ 

আন্তর্জাতিক ডেক্স : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ( ৮ জুন) সকালে বাসটি কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়।একজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা সাইফুল্লাহর কাছে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে। এতে ২২ জন নিহত হন ও এক শিশু আহত হয়।   ঝব জেলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৭২ মিটার ওপরে অবস্থিত।  

বেলুচিস্তানের ঝব জেলার উপকমিশনার হাফিজ মুহাম্মদ কাসিম ডনকে বলেন,  ২৩ জন যাত্রী নিয়ে লরালাই থেকে ঝবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বাসটি। আখতারজাইয়ের সামনে পৌঁছালে বাসটি নিচে পড়ে যায়। এতে ২২ জন নিহত হন।

দুর্ঘটনায় নিহত সব যাত্রীর মরদেহ কিল্লা সাইফুল্লাহ জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু, পাঁচ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। আহত এক শিশু চিকিৎসাধীন রয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।  

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!