ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পটিয়ায় মাইক্রোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ যাত্রী আহত

পটিয়ায় মাইক্রোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ যাত্রী আহত

image-43467-1561524180

নিউজ ডেক্স : পটিয়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়, পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের সবাই অবস্থা আশংকাজন হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন আবুল কালাম, আবদুল আলম, মো: জহির, আরিফ, তৌহিদুল ইসলাম, মো: লোকমান মিয়া, ইদ্রিস মিয়া, মো: হেলাল, মো: বেলাল, মো: জাহাঙ্গীর, মো: মামুন, মো: আবির।

প্রতাক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতকানিয়া থেকে একটি মাইক্রো (হাইস) ঢাকা মেট্রো- চ-১৩-৩০৬৬ নিয়ে চট্টগ্রাম বিমান বন্দরে এক প্রবাসীকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে পটিয়া পৌরসভার পিটিআই এলাকায় পৌঁছলে গাড়ির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপার পটিয়া হাসপাতালের কর্তব্যরত ডা. সৈয়দ রিদুয়ানুর হক জানান, গাড়ির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছে এদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। আগুন পুড়ে যাওয়ার কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!