Home | দেশ-বিদেশের সংবাদ | নির্বাচনে যে কোন সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : ড. নদভী

নির্বাচনে যে কোন সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : ড. নদভী

313

এলনিউজ২৪ডটকম : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াত-শিবির ধানের শীষ প্রতীকের অন্তরালে এদিন ব্যাপক সন্ত্রাসের ষড়যন্ত্র করছে। ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আ.ন.ম সামশুল ইসলাম জেলে বসে এ ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে তাদের কাছে কালো টাকা এসেছে বলে প্রমাণ রয়েছে। অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন কেন্দ্রে সন্ত্রাস করার পায়তারা করছে। ইতোপূর্বে বড়হাতিয়া, এওচিয়া, আমিরাবাদ, পুটিবিলা, কলাউজান প্রভৃতি স্থানে তারা নির্বাচনী সহিংসতার আশ্রয় গ্রহণ করেছে এবং নৌকার পোষ্টার-ব্যানার ছিড়ে ফেলেছে। নৌকা আশ্রয়ের প্রতীক, রহমতের প্রতীক। এ প্রতীককে বিজয় করতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম- ১৫ আসনে যেন কোন সহিংসতা না হয় সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করবে। যদি কোন ভোট সন্ত্রাস হয় তাহলে নৌকা সমর্থকরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সন্ত্রাস মোকাবেলায় তারা বদ্ধপরিকর।

আজ ২৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে চট্টগ্রাম- ১৫ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী সাতকানিয়ার মাদার্শা মক্কার বাড়িস্থ তাঁর বাসভবনে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেছেন। তিনি আগামী দিনে নির্বাচিত হলে এলাকার কিছু উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয়ও ঘোষণা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক ডলার, ডাঃ আ.ম.ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোনাফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!