Home | দেশ-বিদেশের সংবাদ | তুরস্ক-সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে কত মরদেহ?

তুরস্ক-সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে কত মরদেহ?

আন্তর্জাতিক ডেক্স : দু’দিন আগের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। বৈরী আবহাওয়া ও বিপর্যয়ের ব্যাপকতার কারণে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে। ফলে শত শত ভবনের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মরদেহ, আটকা পড়ে আছেন অনেক জীবিত লোকজনও। তাদের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু উদ্ধার করা যাচ্ছে না।

তাদের মধ্যে এমন অনেকে আছেন, যাদেরকে দ্রুত উদ্ধার না করলে ধংসস্তূপের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করবেন। দুই দেশের উদ্ধারকর্মীরা অনুমান করতে পারছেন না— এখনও কত সংখ্যক মানুষ চাপা পড়ে আছেন ইট-পাথরের জঞ্জালের নিচে। সোমবারের আকস্মিক এই দুর্যোগের দু’দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রবল শোকের ধাক্কা থেকে বেরোতে পারছেন না দুই দেশের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!