Home | দেশ-বিদেশের সংবাদ | তুরস্কে নাইটক্লাবে হামলায় নিহত ৩৫

তুরস্কে নাইটক্লাবে হামলায় নিহত ৩৫

istanbul-120170101084225

আন্তর্জাতিক : তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি নাইটক্লাবে এক বা একাধিক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। ইস্তাম্বুল শহরের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

নাইটক্লাবে হামলার ঘটনায় নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় মধ্যরাত দেড়টার দিকে ওরতাকোই এলাকার রেইনা নামের নাইটক্লাবে হামলার ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন।

শহরের গভর্নর সিএনএন তুর্ককে জানিয়েছেন, সান্তা ক্লসের পোশাক পরে এক হামলাকারী ওই হামলা চালিয়েছে।

গভর্নর জানান, এক হামলাকারী নিরীহ মানুষদের ওপর আকস্মিক হামলা চালায়। তার গুলিতে নতুন বছর উদযাপনকারী বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন। নাইটক্লাবে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তারা নতুন বছরকে বরণ করে নিচ্ছিলেন আর একে অন্যের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন। ঠিক সে সময়ই অতর্কিত হামলা চালানো হয়।

শুধু তুরস্কেই জনপ্রিয় নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছেও ওই নাইটক্লাবটি বেশ জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!