ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | তুমি আমার রব

তুমি আমার রব

606

____মোহাম্মদ মাজহারুল ইসলাম খান____

তুমি আমার জীবন-মরণ
তুমি আমার রব।
তুমি আমার স্বর্গ-নরক
তুমি আমার সব।।

ভালোবেসে আমায় তুমি
করিয়া যতন,
শ্রেষ্ঠ রূপে গড়িয়াছো
মনেরই মতন।
তোমার দেয়া এই অপরূপ,
দেখতে কত লাগে যে সুখ।
জাগে কলরব।।

তুমি আমার জীবন-মরণ
তুমি আমার রব।।

তুমি যদি সুখে থাকো
আমি কষ্ট পেলে,
যত পার দাও দুঃখ দাও
মরব জ্বলে জ্বলে।
তবু তোমার মধুর বাণী,
জুড়ায় আমার পরান খানি।
মন করে ধব ধব।।

তুমি আমার স্বর্গ-নরক
তুমি আমার সব।।

তোমার দয়ায় মরি-বাঁচি
তোমার দয়ায় খাই,
তুমি ছাড়া ত্রি-ভূবনে
আমার কেহ নাই।
তুমি যদি কর দয়া,
যায় যে জীবন ধন্য হইয়া।
জমে যে উৎসব।।

তুমি আমার জীবন-মরণ
তুমি আমার রব।।

বিপদ দিনে পার করিও
অধম ভেবে কয়,
তোমার দয়া-করুণা ছাড়া
কি যানি কি হয়।
তাইতো শুধু তোমায় ডাকি,
সদা দেলের মধ্যে রাখি।
করি অনুভব।।

তুমি আমার জীবন-মরণ
তুমি আমার রব।
তুমি আমার স্বর্গ-নরক
তুমি আমার সব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!