ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি’র ৩টি কবিতা

ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি’র ৩টি কবিতা

517

মেঘ ধরেছো নিজের মাঝে

এতো যে হাসছো তুমি
কী কথা করছো গোপন?
বিষাদ চোখের চাহনীতে
পড়ছে ধরা হৃদয় -ক্ষরণ!

এতো লোকের মাঝে থেকেও
একলা হয়ে আছো তুমি!
সবার মনে ফুল ফুটিয়ে
হৃদয় তোমার মরুভূমি!

এতো মনে গান ছড়িয়েও
তোমার বীণায় সুর না বাজে!
হাজার হৃদয় শাদায় ভরে
মেঘ ধরেছো নিজের মাঝে!

এতো কথার ফুলঝুরিতে ও
অব্যক্ত রয় মনের ব্যথা!
সুখের অভিনয়ে হারায়
অস্তিত্বের নিজস্বতা!!


‘ভালবাসি’ হয়নি বলা বড় বেশি ভালবেসে

আমরা ছিলাম এই পৃথিবীর
মায়াবি মদির কোল ঘেঁষে
‘ ভালবাসি ‘ তবু হয়নি বলা
বড় বেশি ভালবেসে!

আমরা গিয়েছি নীলজলে ফোটা
জোড়াপদ্ম হয়ে ভেসে,
‘ ভালবাসি ‘ তবু হয়নি বলা
বড় বেশি ভালবেসে!

আমরা পেয়েছি দস্যি অপবাদ
নানা অপরাধে, দোষে,
‘ ভালবাসি ‘ তবু হয়নি বলা
বড় বেশি ভালবেসে!

আমরা দিয়েছি প্রেমের হাতে ধরা
অপেক্ষাতে থেকে বসে,
‘ ভালবাসি ‘ তবু হয়নি বলা
বড় বেশি ভালবেসে!

আমরা গড়েছি মনগড়া ঘর
ভিজে মাটি পলি মিশে
‘ ভালবাসি ‘ তবু হয়নি বলা
বড় বেশি ভালবেসে!


জলে নেভেনা সকল আগুন

নানান ছবি নানান রঙের মশাল জ্বালে
চোখের সামনে ঘুরে বেড়ায় বিহ্বল আহ্লাদিত আলোছায়া
আলো-অন্ধকারের অচেনা হাত প্রতিটি জিনিসে রহস্যের মিশেল দিতে চায়
বাতাস আঁকড়ে ধরতে গিয়ে মুখ থুবড়ে পড়ে হিম-শীতল কন্ঠের অনুরণন
মেঘের ফাঁকে সকালবেলার সূর্যালোকে সঙ্গমস্থানের বিস্তীর্ণ জলরাশি হঠাৎ ঝলমল করে ওঠে
পূবালি হাওয়ায় নদীর জলে মৃদু ঢেউ আর অস্পষ্ট কলকল আওয়াজে জলকন্যার লাবণ্য।
দুপুরের অসহ্য নিস্তব্ধতা ভেঙে প্রশান্ত বিকেল নেমে এলে দেয়ালের ছায়া ঘুরে যায়
ভাবের সুরগুলো দুই কানে আসর জমায়
ভালোলাগার মধ্যে চোখের জল মেশানো,
তবু, জলে নেভেনা সকল আগুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!