ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ডলু খালের ক্রমাগত ভাঙ্গনে জনদূর্ভোগ

ডলু খালের ক্রমাগত ভাঙ্গনে জনদূর্ভোগ

Satkania-Nadi-Bhangon-Pic1

নিউজ ডেক্স : সাতকানিয়ায় ডলু খালের ক্রমাগত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে উপজেলার ৬নং এঁওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা ৭নং ওয়ার্ড এলাকা। এ গ্রামে রয়েছে ১০ হাজার বাসিন্দা। প্রতি বছর বর্ষা মৌসূমে পাহাড়ী ঢল নামার সাথে সাথে শুরু হয় ডলু খালের তীব্র ভাঙ্গন। ক্রমাগত ভাঙ্গনের ফলে এ পর্যন্ত পশ্চিম গাটিয়ডেঙ্গা এলাকার ৪৫টি বসতঘর বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে রয়েছে আরো প্রায় অর্ধশতাধিক বসতঘরসহ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান। বিগত কয়েক বছরের বন্যা পরবর্তী তীব্র ভাঙ্গনের মধ্যে পড়ে খন্দকার পাড়া গাজীর পাড়া এলাকার যারা বসতঘর ও ভিটে হারা হয়েছেন তারা হলেন আবদুল মোমেন, মোহিত আলম, নুরুল আলম, শাহ আলম, ভুট্টু শাহ জাহান, ভেট্টা মিয়া, নুরু মিয়া, মাওলানা আবদুল মোতালেব, ফজলুল কবির, আবদুল আউয়াল, মোক্তার আহমদ, সিরাজুল ইসলাম, আবদুল মালেক, আবু তাহের, মাহফুজুল হক, ওসমান গনি, মোজাফ্ফর আহমদ, মোজাহারুল ইসলাম, নুরুল আবছার, আবদুর রাজ্জাক, আবদুল মাবুদ, আবদুল মান্নান, আবদুল হামিদ, আবদুস ছবুর, আবদুল গফুর, নুরুচ্ছফা, আমিন খলিফা, খাইরুল বশর, লাল মিয়া, ফখরুল আলম, আবুল বশর, সিরাজুল খলিফা, আবুল কালাম, বদি মাঝি, রফিক আহমদ, মাওলানা শহীদ, আহমদ নবী, আহমদ সৈয়দ, বাদশা মিয়া, দিদারুল হক, আবুল হাশেম, আবুল ফয়েজ, মো. ইলিয়াছ, মোহাম্মদ ইউছুপ ও আবুল হোসেন। সর্বশেষ সম্প্রতি বন্যায় পাহাড়ি সুষ্ট বন্যার পরবর্তী ডলু খালের ব্যাপক ভাঙ্গনে বিলীন হয়ে গেছে ওই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ন গোলারঘাট-আমিলাইষ সড়ক।

সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রায় অর্ধ কিলোমিটার সড়ক ডলু খালের গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে উপজেলার এঁওচিয়া ও আমিলাইষ ইউনিয়নের একটি অংশের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরী ভিত্তিতে নৌকা নিয়ে যোগাযোগ চলছে। তাও পাহাড়ী ঢল নামলে খর¯্রােতের কারনে বন্ধ হয়ে যাবে। এ সড়ক দিয়েই পশ্চিম গাটিয়ডেঙ্গা এলাকার উৎপাদিত কৃষিপন্য উপজেলা সদরের বিভিন্ন বাজার দেশের নানা স্থানে সরবরাহ করা হত। তাছাড়া এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়, পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাহ্ আজমগড়ি(রাঃ) হেফজখানা, তালেমুল কোরান নুরানী মাদ্রাসা, মোর্নিং সান কিন্ডার গার্টেন ও আলিচাঁন পাড়া নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ গুরুত্বপূর্ন সড়কটি বিলীন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এলাকাবাসী, চরম দূর্ভোগে পোহাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার কৃষিজীবি মানুষ।

গত ২৪ জুলাই বেলা ১২টার সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীরা ডলু খালের ভাঙ্গনরোধে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষন ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে মনব বন্ধন কর্মসূচী পালন করে। পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকাবাসীকে ডরু খালের ভাঙ্গন থেকে রক্ষা করার আবেদন জানিয়ে মানব বন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আবদুর রাজ্জাক, আবাস উদ্দিন ইকবাল, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুর রহিম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের, রোকম আলী, কবির সওদাগর, পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দলারা বেগম, সহকারী শিক্ষিকা হাসিনা বেগম, আলমগীর ইসলাম, এরশাদ হোসেন, আবদুর রহমান বাদশা, মনির আহমদ, সুমি আক্তার, মাষ্টার রেজাউল করিম, মাষ্টার মোহাম্মদ ইউনুচ, মনির আহমদ, কামাল উদ্দিন ও হাফেজ ইসমাইল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!