ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | জাপানে আঘাত হানল সুপার টাইফুন নানমাডল, বিশেষ সতর্কতা জারি

জাপানে আঘাত হানল সুপার টাইফুন নানমাডল, বিশেষ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেক্স : জাপানে আঘাত হেনেছে সুপার টাইফুন নানমাডল। রোববার (১৮ সেপ্টেম্বর) পূর্ব এশিয়ার এই দেশটির সবচেয়ে দক্ষিণে অবস্থিত প্রধান দ্বীপ কিউশুতে টাইফুনটি আঘাত হানে।

জেএমএ’র পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দক্ষিণ কিউশুতে ৫০০ মিমি বৃষ্টিপাত হতে পারে। এমনকি টাইফুনের প্রভাবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার (ঘণ্টায় ১৫৫ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় টোকাই অঞ্চলে ৩০০ মিমি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আগেই বলা হয়, সুপার টাইফুন নানমাডল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে।

এর আগে কিউশুর দক্ষিণাংশের দ্বীপগুলো থেকে স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেয় জাপানের আবহাওয়া দপ্তর।

শনিবার ( ১৭ সেপ্টেম্বর) জেএমএ-এর পূর্বাভাস ইউনিটের প্রধান রিউতা কুরোরা বলেন, সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। এটি একটি খুব বিপজ্জনক টাইফুন।

স্থানীয় দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে বলা হয়, কিউশু থেকে ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। কাগোশিমার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার সাড়ে ৮ হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঝড়টি আগামী সপ্তাহের শুরুতে পূর্ব দিকে বাঁক নিয়ে জাপানের প্রধান দ্বীপ হোনশুর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে দেওয়া হয়েছে।

জাপানে বর্তমানে টাইফুনের মৌসুম চলছে। দেশটিতে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। গত বছর টাইফুন জেবি আঘাত হানার পর জাপানে ১৪ জনের মৃত্যু হয়।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!