ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ২১শে আগষ্ট হামলা ছিল ৭৫’র প্রেতাত্মাদের ধারাবাহিক অপচেষ্টা : ড. নদভী এমপি

২১শে আগষ্ট হামলা ছিল ৭৫’র প্রেতাত্মাদের ধারাবাহিক অপচেষ্টা : ড. নদভী এমপি

nadavi

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে আমাদের প্রিয় মাতৃভূমির জন্মই হতোনা। এ দেশের মানুষের কল্যাণেই তাঁর সারাটি জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘ সংগ্রাম জীবনে জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন আর স্বৈরশাসকের রক্তচক্ষু ছিল তাঁর নিত্য সঙ্গী। ১৯৭৫ এর কালো রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে জঘন্যতম কায়দায় হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। ড. আবু রেজা নদভী এমপি বলেন, ৭৫’র নির্মম হত্যাকান্ড থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ চার দশক ধরে বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের প্রেতাত্মারা বারবার প্রচেষ্টা চালিয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগষ্টের গ্রেনেড হামলা ছিল তারই ধারাবাহিক অপচেষ্টার অংশ।

ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং হামলাকারীদের ফাঁসির দাবীতে গত ২৩ আগষ্ট তাঁর বাসভবন চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ নদভী প্যালেসে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত সভায় প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা, আমিলাইশ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আবছার চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা, সাবেক ছাত্রলীগের সভাপতি এইচ.এম. গণি সম্মাট,চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, চরতি ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নুরুল মোস্তাফা, চরতি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খোরশেদুল আলম, ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এড.কামাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা এড. রুকনুজ্জামান মুন্না, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা কাইছার ইবনে বদি আলম, চরতি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রুহুল্লাহ চৌধুরী, লোহাগাড়া ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগ নেতা মোঃ সাইফুল হাকিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাংসদের একান্ত সহকারী সচিব এস. এম শাহাদত হোসাইন।

ড. নদভী এমপির প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!