ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চসিক নির্বাচন: ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চসিক নির্বাচন: ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

নিউজ ডেক্স : সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নির্বাচনের রিটার্নিং অফিসার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার সিটি নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৪ বিধান অনুসারে ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের ৮৪ ঘণ্টা নির্বাচনী এলাকায় কোনো সভা আহ্বান, মিছিল বা শোভাযাত্রাসহ সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।  

আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। গত ৮ জানুয়ারি থেকে শুরু হয় নির্বাচনী প্রচারণা। প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অর্ধশতাধিক অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!