ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | গরু বলে মহিষের মাংস বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

গরু বলে মহিষের মাংস বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেক্স : চট্টগ্রামের চকবাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করার সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের মনিটরিং টিম।

সোমবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের চকবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার অভিযানে তাদের জরিমানা করা হয়। একই অভিযানে আরও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মাসুদ রানা জানান, অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

jagonews24

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায়, বেশি দামে সবজি ও ভোজ্যতেল বিক্রি করায় ব্যবসায়ীদের বিভিন্ন অংকের জরিমানা করা হয় ও সতর্ক করে দেওয়া হয়।

পবিত্র রমজানে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসন চট্টগ্রামের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। -জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!