ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চরম্বা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

চরম্বা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

এলনিউজ২৪ডটকম : সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে লোহাগাড়ায় চরম্বা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের বাইয়ার পাড়া এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সওদাগর।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এটিএম জাহেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ হোসেন মেম্বারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু। এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শহিদুল আলম, নুরুল আমিন, বিএনপি নেতা মোবারক হোসেন বাবু, আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মো: মিয়া, আকতার হোসেন, জাফর আহমদ আমিন শরিফ, কুতুব উদ্দিন, জামাল হোসেন, আবুল কাশেম, মো: শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য, এহসান আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন, সাইফুল ইসলাম, যুবদল নেতা দিদারুল আলম, আবু হেনা, জহিরু ইসলাম, চরম্বা ইউনিয়ন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, নুরুল আলম, নুর আহমদ, আবদুল কাদের, এনামুল হক, আবুল বশর আবদুল আলম ও আবদুর রউফ প্রমুখ।

বক্তারা বলেন বলেন, আজকে মানুষের ভোটাধিকার নেই। বিগত ২টি নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করতে হবে। তাই এক দফা এক দাবী আদায় না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। বক্তারা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!