Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

Lifetime-confinement

নিউজ ডেক্স : চট্টগ্রামে এক দোকানিকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজারের খোরশেদ আলম, দ্বীন মোহাম্মদ ও বাঁশখালী উপজেলার খোকন। আসামিদের মধ্যে খোকন কারাগারে, বাকিরা পলাতক।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪৬০(৩৪) ধারায় হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। একই রায়ে চুরির দায়ে আসামিদের প্রত্যেককে ৫ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্র জানিয়েছে, ২০০৯ সালের ২১ জুলাই হাটহাজারী উপজেলার অসি মিয়া রোড এলাকার শাহেদ ডিপার্টমেন্টাল স্টোরে চুরি করতে যান দণ্ডিত তিন আসামি। এ সময় তারা দোকানের মালিক শাহেদকে ছুরিকাঘাতে হত্যা করেন।

এ ঘটনায় শাহেদের ছোট ভাই হাটহাজারী থানায় একটি মামলা করেন। একই বছরের ১১ নভেম্বর ওই মামলায় তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার আদালত এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!