Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | চট্টগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সমাজসেবা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন

সমাজসেবা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন

“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামে জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে এ উপলক্ষে চট্টগ্রাম শিশু একাডেমী চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর গুরত্বপূর্ণসড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

সমাজসেবা দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সমাজকর্মী আরমান বাবু রুমেল

সমাজসেবা দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সমাজকর্মী আরমান বাবু রুমেল

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী, অটিজম ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ বাসনা মহুরী, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা আরমান বাবু রুমেল এবং মমতার নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব রফিক আহমদ।

র‌্যালীতে চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী ও সমাজকর্মী আরমান বাবু রুমেল

র‌্যালীতে চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী ও সমাজকর্মী আরমান বাবু রুমেল

অনুষ্ঠানে ক্যান্সার রোগীদের ৫০ হাজার টাকা চেক ও বয়স্ক ভাতার বই বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সুধী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরা অংশগ্রহণ করেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!