ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে উপজেলা চেয়ারম্যানসহ নতুন আক্রান্ত ১৩২

চট্টগ্রামে উপজেলা চেয়ারম্যানসহ নতুন আক্রান্ত ১৩২

নিউজ ডেক্স : করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে একদিনে এক উপজেলা চেয়ারম্যানসহ শনাক্ত হয়েছে ১৩২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৭ জনে।

কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ৩টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

মঙ্গলবার (১৯ মে) রাতে সিভিল সার্জন জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২ টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৯৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭০টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৫৪ জন, চমেকে ৭৪ জন, সিভাসুতে ৩ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

করোনা আক্রান্ত ওই উপজেলা চেয়ারম্যান বলেন, গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিই। আজ (মঙ্গলবার) টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করছি। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!