Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে আসছে আরও ২ হাজার কিট

চট্টগ্রামে আসছে আরও ২ হাজার কিট

নিউজ ডেক্স : ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে করোনা শনাক্তের জন্য চট্টগ্রামে আরও ১ হাজার ৯২০টি সম্পূর্ণ কিট আসছে। এতে করে চট্টগ্রামে কিটের যে সংকট তৈরি হয়েছিল তা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কিট নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান।

তিনি বলেন, আইইডিসিআর থেকে আরও ২ হাজার সম্পূর্ণ কিট পাঠানো হচ্ছে। রাতে এসব কিট আমাদের হাতে এসে পৌঁছাবে।

এর আগে গত মঙ্গলবার ৯৬০টি কিট পাঠানো হয়েছিল। কিন্তু এসব কিটের সঙ্গে অন্যান্য যে উপাদান গুলো থাকে তা দেয়া হয়নি। ফলে একটি অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু আমাদের ল্যাবে যেসব উপাদান ছিল তা দিয়ে আজকের (বৃহস্পতিবার) দিনের নমুনা পরীক্ষার কাজ চলছে।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সরকারিভাবে আইইডিসিআর থেকে ৮৫০ কিট পায় বিআইটিআইডি। পরে ২৬ মার্চ থেকে করোনা শনাক্তের পরীক্ষা শুরু করে প্রতিষ্ঠানটি। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!