ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামের ১৬ আসনে ১১৪ প্রার্থীর কে কোন প্রতীক পেলেন

চট্টগ্রামের ১৬ আসনে ১১৪ প্রার্থীর কে কোন প্রতীক পেলেন

election

নিউজ ডেক্স : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ১১৪ প্রার্থী। গতকাল চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন। খবর দৈনিক আজাদীর।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়েছেন চট্টগ্রামের ১০ সংসদীয় আসনের ৬৬ প্রার্থী। এছাড়া বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৬ আসনের আরো ৪৮ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরমধ্যে ‘নৌকা’ প্রতীক পেয়েছেন ১৫ প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্বরিকত ফেডারেশনের মহাজোট মনোনীত প্রার্থী নজিবুল বশর মাইজভাণ্ডারী এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও আংশিক) আসনে মইনউদ্দিন খান বাদল ‘নৌকা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম-৪ (হাটহাজারী) আসনের মহাজোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বরাবরের মতোই জাতীয় পার্টির দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বরাদ্দ পেয়েছেন।

অন্যদিকে চট্টগ্রামের ১৬টি আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন ১৫ প্রার্থী। এরমধ্যে চট্টগ্রাম-১ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নুরুল আলম এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ২০ দলীয় জোট মনোনীত কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন। তবে ২০ দলীয় মনোনীত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের এলডিপির প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে ‘ছাতা’ প্রতীক বরাদ্দ দেয়া হয়। তাই তিনি তার দলীয় প্রতীক ‘ছাতা’ নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন প্রার্থী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৫ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৬ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১০ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৩ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনে ৬ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও আংশিক) আসনে ৯ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ৮ জন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে ৭ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৮ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৮ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৯ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৫ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং ২০ দলীয় জোটের বাইরে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ পেয়েছেন গণফোরামের ৩ প্রার্থী, ‘চেয়ার’ প্রতীক পেয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ১০ প্রার্থী, ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ১৬ প্রার্থী, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির ৪ প্রার্থী, ‘মোমবাতি’ প্রতীক পেয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১০ প্রার্থী, ‘ফুলের মালা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ত্বরিকত ফেডারেশনের এক প্রার্থী, ‘হাত (পাঞ্জা)’ প্রতীক পেয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের একজন, ‘আম’ প্রতীক পেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির ৪ জন, ‘গামছা’ প্রতীক পেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের একজন, ‘মিনার’ প্রতীক পেয়েছেন ইসলামী ঐক্যজোটের একজন, ‘বটগাছ’ প্রতীক পেয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪ জন, ‘খেজুর গাছ প্রতীক পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র একজন, ‘দেওয়াল ঘড়ি’ প্রতীক পেয়েছেন খেলাফতে মজলিসের একজন। অন্যদিকে ‘টেলিভিশন’ প্রতীক পেয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) একজন, ‘কাস্তে’ প্রতীক পেয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৩ জন, ‘বাই-সাইকেল’ প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির (জেপি) একজন, ‘মই’ প্রতীক পেয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ২ জন, ‘কোদাল’ প্রতীক পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২ জন, ‘তারা’ প্রতীক পেয়েছেন জেএসডি’র একজন, ‘কুড়েঘর’ প্রতীক পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৩ জন। অপরদিকে চট্টগ্রামের ১৬টি আসনের ৭ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজন ‘সিংহ’ প্রতীক, তিনজন পেয়েছেন ‘আপেল’ প্রতীক এবং বাকি একজন ‘বেঞ্চ’ প্রতীক পেয়েছেন।

গতকাল সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নান আওয়ামী লীগ-বিএনপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। চট্টগ্রামের ৬ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন: আওয়ামী লীগের দিদারুল আলম (নৌকা), বিএনপির মো. ইসহাক চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুুহাম্মদ আশরাফ হোসাইন (মোমবাতি), জাতীয় পার্টির দিদারুল কবির (লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মো. মোজাম্মেল হোসেন (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সামছুল আলম হাসেম (হাতপাখা) প্রতীক পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন: জাতীয় পার্টির আনিসুুল ইসলাম মাহমুদ (লাঙ্গল), বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (ধানের শীষ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র ছৈয়দ হাফেজ আহমদ (চেয়ার), ইসলামী ঐক্যজোটের মঈন উদ্দীন রুহী (মিনার), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মীর ইদরীস (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোহাম্মদ রফিক (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নঈমুল ইসলাম (মোমবাতি), জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মো. নাসির উদ্দিন (খেজুর গাছ), খেলাফত মজলিসের শিহাবুদ্দীন (দেয়ালঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির হায়দার করিম (সিংহ) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসন : মহাজোট মনোনীত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের নেতা মইনউদ্দিন খান বাদল (নৌকা), বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান (ধানের শীষ), বিএনএফ’র এস এম ইকবাল হোসেন (টেলিভিশন), ন্যাপের বাপন দাশগুপ্ত (কুঁড়েঘর), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. ফরিদ খাঁন (হাতপাখা), বাংলাদেশ কমিউনিস্ট পাটির (সিপিবি) মো. সেহাব উদ্দিন (কাস্তে), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (সিংহ) ও হাসান মাহমুদ চৌধুরী (আপেল) ংপ্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন: আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা), বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মৃণাল চৌধুরী (কাস্তে), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক বিএসসি (বটগাছ), জাতীয় পার্টির (জেপি) মো. মোরশেদ সিদ্দিকী (বাই-সাইকেল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শেখ আমজাদ হোসেন (হাত পাখা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসন: আওয়ামী লীগের মো. আফছারুল আমীন (নৌকা), বিএনপির আবদুল্লাহ আল নোমান (ধানের শীষ), ন্যাশনাল পিপলস পার্টির কাজী মো. ইউসুফ আলী চৌধুরী (আম), বিএনএফ’র জি এস এম আতিউল্লাহ ওয়াসীম (টলিভিশন) ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম (হাতপাখা), বাসদের মো. মহিন উদ্দিন (মই), স্বতন্ত্র প্রার্থী সাবিনা খাতুন (সিংহ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (কোদাল) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন: আওয়ামী লীগের এম এ লতিফ (নৌকা), বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অপু দাশ গুপ্ত (কোদাল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মুহাম্মদ জয়নাল আবেদীন (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. লোকমান সওদাগর (হাতপাখা) এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক বিএসসি (বটগাছ) প্রতীক পেয়েছেন।

অন্যদিকে চট্টগ্রামের অপর ১০ সংসদীয় আসনের আওয়ামী লীগ-বিএনপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৬৬ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন গতকাল সকাল থেকে তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু করেন। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন : আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (নৌকা), বিএনপির নুরুল আমিন (ধানের শীষ), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. শামছুদ্দিন (হাতপাখা), বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাত পাঞ্জা), গণফোরামের নুর উদ্দিন আহমদ (উদীয়মান সূযর্), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল মান্নান (চেয়ার) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন: বিএনপির মো. আজিম উল্লাহ বাহার (ধানের শীষ), বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আতীক (হাত পাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মোহাম্মদ ফেরদৌস আলম (চেয়ার), জাতীয় পার্টির জহুরুল ইসলাম রেজা (লাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম (আপেল) প্রতীক পেয়ে প্রতিদ্বন্দিতা করবেন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন : আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা (নৌকা), বিএনপির মোস্তফা কামাল পাশা (ধানের শীষ), ইসলামি আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মনসুরুল হক (হাত পাখা), ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ মোকতাদের আজাদ খান (আম), কৃষক শ্রমিক জনতা লীগের সেলিম উদ্দিন হায়দার (গামছা) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন: আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা), বিএনপির জসিম উদ্দিন সিকদার (ধানের শীষ), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আলী (হাত পাখা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন: আওয়ামী লীগের মোহাম্মদ হাছান মাহমুদ (নৌকা), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নুরুল আলম (ধানের শীষ), ইসলামি আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ নেয়ামত উল্লাহ (হাত পাখা), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মুহাম্মদ আবু নওশাদ (মোমবাতি), জেএসডি’র মাহাবুবর রহমান (তারা), ন্যাশনাল পিপলস পার্টির মুহাম্মদ জিয়াউর রহমান (আম) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন: আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী (নৌকা), বিএনপির মো. এনামুল হক (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছাফা সরকার (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাকী (হাত পাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মইন উদ্দীন চৌধুরী (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), বিএনএফ’র দীপক কুমার পালিত (টেলিভিশন) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাইফুদ্দীন মোহাং ইউনুছ (মই) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন : আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা), বিএনপির সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী (হাত পাখা), গণফোরামের উজ্জ্বল ভৌমিক (উদীয়মান সূর্য), বিএনএফ’র নারায়ণ রক্ষিত (টেলিভিশন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক বিএসসি (বটগাছ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (চেয়ার) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন : ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী এলডিপি’র ডক্টর অলি আহমদ বীর বিক্রম (ছাতা), আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম চৌধুরী (নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দি মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশে মুহাম্মদ দেলওয়ার হোসেন সাকী (হাত পাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ জানে আলম নিজামী (চেয়ার), বাংলাদেশ কমিউনিস্ট পাটির (সিপিবি) আবদুল নবী (কাস্তে), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী (ফুলের মালা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আলী নেওয়াজ খান (কুঁড়েঘর), জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন: আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (নৌকা), ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাশের নুরুল আলম (হাত পাখা), গণফোরামের আবদুল মোমেন চৌধুরী (উদীয়মান সূর্য), এনপিপির ফজলুল হক (আম) প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন: বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান (নৌকা), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম ফরিদ আহম্মদ (হাত পাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী (চেয়ার), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আশীষ কুমার শীল (কুঁড়েঘর), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ মনিরুল ইসলাম (মোমবাতি)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল) ও বজল আহমেদ (বেঞ্চ) প্রতীক পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!