ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেক্স : ক্যান্সারে আক্রান্ত বোনকে কেমোথেরাপি দিতে গিয়ে টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের আপন দুই বোন ও এক কন্যা শিশু। আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ৩ জন হলেন- ক্যান্সার আক্রান্ত ফরিদা বেগম (৩০), তার বোন ফেরদৌসী বেগম (৩৪) ও ফরিদার ছোট মেয়ে মারিয়া (১৬)। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কে বিপরিতমুখী একটি পিকআপভ্যানের ধাক্কায় অ্যাম্বুল্যান্সটি ধুমড়ে মুচড়ে যায়।

ফরিদা ও ফেরদৌসী বেগম নগরীর ইপিজেড থানাধীন জবু ফকিরের বাড়ির নজির আহমদের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা নাসির ইসলাম। তিনি বলেন, শুক্রবার রাত ১২টার দিকে অ্যাম্বুলেন্স ভাড়া করে কেমোথেরাপি দিতে আমার মামি ফরিদা বেগম তার সিডিএ ১ নাম্বার সড়কের বাসা থেকে বোন আর বোনের মেয়ে মারিয়াকে নিয়ে সিরাজগঞ্জ ক্যান্সার হাসপাতালে উদ্দ্যেশে রওনা দেন। অ্যাম্বুলেন্সটি আজ সকাল ৭টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীরমুখি পিকআপভ্যান সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালকসহ চারজন নিহত হয়েছেন।

ঘটনার ব্যাপারে ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। তাদের লাশ রবিবার চট্টগ্রামে আনার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ ৪জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও সাতজন। আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!