ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ লোহাগাড়ায় দাফন সম্পন্ন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ লোহাগাড়ায় দাফন সম্পন্ন

55

এলনিউজ২৪ডটকম : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১১ ডিসেম্বর সোমবার ভোরে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে লোহাগাড়া উপজেলার ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়ার পিতা-পুত্র যথাক্রমে আবদুস ছমদের পুত্র মোঃ শাহাব উদ্দিন (৩৬) ও তার পুত্র মোঃ আবু হানিফ (৫)। অপরজন পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ফরিয়াদিকুল এলাকার জুবেদার বর বাড়ির নুরুল আবছারের পুত্র নুরুল হাসান রিফাত (২৮)। একইদিন রাতেই তাদের স্ব স্ব পরিবারিক কবরস্থানে জামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়। নিহতের লাশ এলাকায় পৌঁছলে স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

জানা যায়, বড়হাতিয়ার শাহাব উদ্দিন গত ২১ নভেম্বর তার ছেলে মোঃ আবু হানিফকে নিয়ে চিকিৎসার জন্য গিয়েছিল ভারতের চেন্নাই এলাকার এপোলো হাসপাতালে। তার ছেলে হানিফ দীর্ঘদিন থেকে হাটুতে ব্যাথায় ভুগছিলেন। চিকিৎসা শেষে ১০ ডিসেম্বর ভারত থেকে ঢাকায় ফিরেন তিনি। পরে সৌদিয়া পরিবহণের বাসে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কুমিল্লায় পৌঁছার পর সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্র দু’জনই প্রাণহারান। এছাড়া পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকুলের নুরুল হাসান রিফাত ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। তিনিও এ দূর্ঘটনায় প্রাণ হারান। এছাড়াও এ সড়ক দূর্ঘটনায় সাতকানিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উত্তর মাদার্শা এলাকায় যুবক আমজাদ হোসেন সিকদার নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!