ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | কান্না করার বুক

কান্না করার বুক

29594568_749548395247585_828481624057903555_n

____কাজী মোহাম্মদ শাহজাহান____

একটি বুকে মাথা লুকে,কান্না করার বুক ।
চোখে চোখে চোখ রেখে অশ্রু সজল চোখ ।।

কাঁপা স্বরে চাপা দুঃখ,দুঃখ দেখার কেউ ।
গভীর সাগর অশান্ত তীর,অবাধ হঠাৎ ঢেউ ।।

একটি কথার অসারতা,একটি শুধু কথা ।
এক জনমের জমে থাকা,একলা নিরবতা ।।

একলা পাখি পোষতে থাকি,উড়তে চাওয়া সাধ ।
উড়তে যেয়ে পালক পতন,রুক্ষ কথন ফাঁদ ।।

একটি বুকে মাথা লুকে,কান্না করার বুক ।
এক জীবনের দুঃখ মোছন,এক পৃথিবী সুখ ।।

একটি হাতে,হাতে হাত;জাগিয়ে রাখা রাত ।
হাজার কথার ভীড়ে আসা কান্না অকস্মাৎ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!