ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কাগজপত্র ছাড়া জমি দখলে রাখার দিন শেষ হচ্ছে

কাগজপত্র ছাড়া জমি দখলে রাখার দিন শেষ হচ্ছে

নিউজ ডেক্স : সঠিক কাগজপত্র ছাড়া কেবল দখল করে জমির মালিকানা দাবির দিন শেষ হচ্ছে। এ বিষয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রণয়ন করছে সরকার। ইতোমধ্যে খসড়াও তৈরি করা হয়েছে। এ আইনের আওতায় অবৈধ ভূমি দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি ও জরিমানার ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

জানা গেছে, আদালতে এখন যত মামলা রয়েছে তার ৭০ শতাংশ জমি সংক্রান্ত। যার বেশিরভাগই জমির দখল বিষয়ক মামলা। আর এসব মামলা চলতে থাকে বছরের পর বছর। নিষ্পত্তি হওয়ার হারও উল্লেখযোগ্য নয়। নতুন আইনে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান সহজে হয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!