Home | দেশ-বিদেশের সংবাদ | এক বাড়িতে তিন লাশ, এলাকায় শোকের মাতম

এক বাড়িতে তিন লাশ, এলাকায় শোকের মাতম

নিউজ ডেক্স : যশোরের চৌগাছায় জোড়া খুনের মরদেহ দাফন না হতেই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তাদের ভাতিজা লিমন হোসেন খান (১৭) মারা গেছে। একই বাড়িতে এখন তিন তিনটি লাশ।

নিহত লিমন হোসেন খান উপজেলার টেঙ্গুপুর গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে। বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন মোস্তফা খানের দুই চাচাতো ভাই আইয়ুব খান ও ইউনুছ খান।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে উপজেলার নারায়ণপুর-বকসিপুর সড়কের কপোতাক্ষ সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘঘটনায় পড়ে লিমন। আহত অবস্থায় তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন। শুক্রবার বেলা ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে আবারও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক আবারো যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে লিমনের মৃত্যু হয়।

স্থানীয় সরূপনগর ইউনিয়ন পরিষদের টেঙ্গুপুর ওয়ার্ড সদস্য জাকির হোসেন বলেন, লিমনের মরদেহ হাসপাতাল থেকে এনে টেঙ্গুরপুর খানপাড়া কবরস্থানে দাফন করা হবে। এছাড়া গত রাতে একই পরিবারে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই সহোদরের মৃতদেহ রয়েছে। ফলে একই বাড়িতে তিনজনের মরদেহ আসায় শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে টেঙ্গুরপুর গ্রাম তথা সমগ্র উপজেলায়। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!