Home | দেশ-বিদেশের সংবাদ | উদ্বোধনের আগেই চট্টগ্রাম শহর রক্ষা বাঁধে ধস

উদ্বোধনের আগেই চট্টগ্রাম শহর রক্ষা বাঁধে ধস

Chittagong-Road-B-20190713152856

নিউজ ডেক্স : চট্টগ্রাম শহর রক্ষা বাঁধ তথা আউটার রিং রোড এখনো উদ্বোধনই হয়নি। অথচ সড়কটির বেশ কয়েকটি অংশ ধসে গেছে। শনিবার (১৩ জুলাই) এই ঘটনা ঘটে।

সড়কটির নির্মাণ দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বলছে, টানা বৃষ্টিতে সাগরের পানি বেড়ে যাওয়ায় সড়কটির কিছু অংশ দেবে গেছে।

স্থানীয়রা জানায়, পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশ ঘেঁষে নির্মিতব্য শহর রক্ষা বাঁধ তথা আউটার রিং রোডে ব্লক সরে মাটি তলিয়ে যাওয়ায় সিসি ঢালাইয়ে তৈরি ওয়াকওয়েটি ধসে পড়েছে। টানা বৃষ্টির কারণে আরও বড় ধরনের ধসের আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, অতিবৃষ্টির কারণে সাগরে ঢেউয়ের কারণে মাটি সরে যাওয়ায় ওয়াকওয়ে ধসে পড়েছে। সেগুলো সরানো হচ্ছে। পাশাপাশি ধসে পড়া স্থানগুলো পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের জুলাই মাসে পতেঙ্গা সমুদ্রসৈকতের তীর ঘেঁষে নির্মাণকাজ শুরু হয় চার লেনের আউটার রিং রোড প্রকল্পের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি বছর এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!