ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প

উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প

earth_qeaike_10678

নিউজ ডেক্স : রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে প্রায় একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রাত ৮টা ১৫ মিনিট ১৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজশাহী ও সিরাজগঞ্জের মাঝামাঝি নাটোরের গুরুদাসপুরে।

জানা যায়, রাত ৮টা ১৫ মিনিটে ঘর-বাড়ি কাঁপতে শুরু করলে লোকজন রাস্তায় বেরিয়ে আসে। নাটোর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মামুনুর রশীদ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানান, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। প্রথমে একটি ধাক্কা দেওয়ার মত মনে হয় এবং সঙ্গে সঙ্গেই ঘরবাড়ি কাঁপতে থাকে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!