ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় হাতির আক্রমণে রোহিঙ্গাসহ নিহত ৩

উখিয়ায় হাতির আক্রমণে রোহিঙ্গাসহ নিহত ৩

FB_IMG_1519300363940(1)
কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক হাতির আক্রমণে ২ ব্যক্তি প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারী এলাকায় বন্যহাতির দল তান্ডব চালিয়ে লন্ডভন্ড করে দেয় ১৩টি ঝুপড়ি ঘর।
নিহতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের ব্লক ডি-৪ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ফয়েজ (৩০)। এছাড়া একজন শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছেন কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের হাতির পায়ে পিষ্ট ১ রোহিঙ্গা ও স্থানীয় ১ ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন হাতির দল সব সময় বনাঞ্চলের পাশে লোকালয়ে হানা দেয়। তাছাড়া বন্যপ্রাণীর আবাসস্থলে লাখ লাখ রোহিঙ্গা ঝুপড়ি তৈরি করে বসবাস করায় হাতির দল ঐ সব এলাকায় মাঝে মধ্যে হানা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!