Home | সাহিত্য পাতা | ঈদ নিয়ে মুহাম্মদ সোলাইমানের দু’টি কবিতা

ঈদ নিয়ে মুহাম্মদ সোলাইমানের দু’টি কবিতা

287

ঈদ এলে খুশিতে
*******************
ঈদ এলে খুশিতে উল্লাসে প্রাণ,
বাজে সুখ ছন্দ,মন আনচান।
ঈদ এলে খুশিতে ডাকে সুখ পায়রা,
নতুন জামা,পায়ে জুতো বোন-ভাইয়েরা।
ঈদ এলে পাখি ডাকে কিচিমিচি রর,
আনন্দ উৎসব চারদিকে কৌতুহল যেন সব।
ঈদ এলে মেঠো পথে গাঁয়ের হাসি,
ফিতরা ও যাকাত দাও গরীবকে ভালবাসী।
ঈদ এলে বাড়ে জয় জয় গান,
বাঁকা চাঁদ হাতছানি নবান্ন মনো প্রাণ।
ঈদ এলে ছেলে মেয়ের কাটে ধুমধাম,
সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা নব প্রাণ।
ঈদ এলে জোনাকি দেয় রাশি আলো,
মন চাঁদ হাসিতে বেদনাও লাগে ভালো।
ঈদ এলে ঘরে ঘরে মজাদার খাবার,
ঈদ আসুক বারংবার ভেদাভেদ ভুলতে সবার।
ঈদ হলো সিয়াম আর সাধনার ফল,
ঈদ এলে বেড়ে যায় সবার মনোবল।
ঈদ আসে মুমিনের সদা যে প্রতিদিন,
নেক আমল রাশিতে বাজে সুখে বীন।
ঈদ এলে গাহে সব সাম্যের গান,
ঈদ এলে বাড়ে ভালবাসার প্রকৃত মান।

বাল্যকালের ঈদ
*******************
মিস করি বারংবার স্মৃতিময় মোর বাল্যকালের ঈদ,
ঘরে ঘরে সেমাই খাওয়া হাসী-খুশির সঙ্গিত।
মিস করি রোজার মাসে দলবেঁধে ছুটে চলা,
মার্কেটে ঘুরে বেড়ানো, আনন্দ-আজগুপি গল্প বলা।
দারুন মিস বন্ধুর ঘরে নতুন জামা দেখতে যাওয়া,
স্বজন ও নানার বাড়ীতে ঈদ সেলামী বেশি পাওয়া।
প্রতিক্ষায় থাকি শুধু ঈদের চাঁদ কখন উঁলে,
চাঁদ দেখার আনন্দে নাওয়া খাওয়া যায় ভুলে।
চাঁদ রাতে দারুন মিস বাবা শুধু তোমাকে,
ঈদপূর্বে ২৯ রোজায় গোরস্তানে মাটি দিলাম তোমাকে।
বাবা শুন্য প্রথম ঈদ অঝোরে কেঁদছি মনটি ভরে,
এসব স্মৃতি ভুলিতে পারিনা, নিয়েছি বেদনা আপন করে।
ঈদ কার্ড হাতে পাওয়া চরমভাবে মিস করি,
প্রবাসীর চিঠি পাওয়া, ক্যাসেট প্লেয়ারে মন ভরি।
ঈদ আনন্দে চাঁদরাতে ঘুম আসেনা কোনমতে,
এমন আনন্দ ছেলেবেলায় থাকে শুধু দিনরাতে।
মনে পড়ে মোর বাল্যকালে হাজারো ঘটা ঈদ স্মৃতি,
ঈদে বেশি মিস করি প্রিয় বাবার সোহাগ প্রীতি।
বাল্যকালে ঈদের দিনে ভোরে উঠার আসল প্রতিযোগিতা,
গাঁয়ে নতুন জামা পড়া নিত্য দেখুক সবিতা।
মনে পড়ে সবে মিলে বিটিভি’র অনুষ্ঠান দেখা,
ম্যাগাজিন শো ছায়াছবির গানগুলি হৃদয়ে থাকত লেখা।
বাল্যকালের সাথে যৌবনের ঈদ এখন কিছু মিলেনা,
বর্তমানের এত জনপ্রিয়তা আগে তো আমার ছিলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!