ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন ড. নদভী এমপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন ড. নদভী এমপি

73482758_2535745090017398_4066261094941851648_n

নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেনের সঞ্চালনায়ে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চ্যাঙ্গ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দূরদানা ইয়াছমিন, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ শফিউল কবির, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ নবী খোকন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, এড. প্রদীপ কুমার, বিআরডিবি চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান নুরু আহম্মদ, ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক, আমেলাইশ ইউপি চেয়ারম্যান এইচ এম হানিফ, নলুয়া ইউপি চেয়ারম্যান তসলিমা আক্তার, ছদাহা ইউপি চেয়ারম্যান মোছাদ হোসেন, চরতি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, কেওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত, ধর্মপূর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস, পুরাগড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব রহমান, খাগরিয়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, কালিয়াইশ চেয়ারম্যান হাফেজ আহমদ, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এস. এম সাহাদত হোসাইন সাহেদ, দেলোয়ার হোসেন বেলাল, উপজেলা সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস আক্তার মুন্নী, হামিদা আক্তার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের কর্মকতাবৃন্দ।

সাতকানিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন সভার প্রধান অতিথি সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!