নিউজ ডেক্স : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও প্রকাশ করা হবে আগামী ২৯ ডিসেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আবুহেনা মোস্তফা কামালের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ফলে জেএসসি, জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে।
এর আগে গত ২০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল ২৯ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, ২৯ ডিসেম্বর বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর শুরু হয়ে ওই মাসেই শেষ হয়েছিল সমাপনী পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ২৯ লাখ ৩৪ হাজার ১১৮ জন। তবে এর মধ্যে অনুপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ১৭ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৭৩ জন। কিন্তু অনুপস্থিত ছিল ৪২ হাজার ২৯৯ জন।