Home | দেশ-বিদেশের সংবাদ | হেফাজতের সহিংসতার মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা শ্যোন অ্যারেস্ট

হেফাজতের সহিংসতার মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা শ্যোন অ্যারেস্ট

নিউজ ডেক্স : হাটহাজারীতে ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় পুলিশের করা দুই মামলায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়া ইকবালের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।শুনানির সময় আদালতে আ ন ম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ। তিনি বলেন, হেফাজতে ইসলাম হাটহাজারীতে সংঘর্ষ, মাদ্রাসার ছাত্ররা হাটহাজারীর থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় শামসুল ইসলাম জড়িত ছিলেন এমন তথ্য ছিল।

পুলিশের করা দুই মামলায় আ ন ম শামসুল ইসলামকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে হাটহাজারী থানা পুলিশ। আদালত উভয়পক্ষের শুনানি শেষে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!