নিউজ ডেক্স : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কর্মসূচিতে ‘হায় মুজিব, হায় মুজিব’ বলে মাতমকারী আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো.নোমানের আদালতে মঙ্গলবার মো.মহিউদ্দিন নামে বন্দর এলাকার এক ব্যক্তি বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। আদালত মামলা গ্রহণ করে নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনারকে (ডিসি) তদন্তের আদেশ দিয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো.হানিফ।
আদালত সূত্রে জানা গেছে, মামলার আরজিতে হাজী ইকবালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকি তিনজন হলেন, মুরাদ আলী আকবর, মো.হারুন এবং নগরীর হালিশহরের বাসিন্দা মামুনর রশিদ।
তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য দণ্ডবিধির ২৯৫ (ক), ২৯৮ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আরজিতে আরও বলা হয়েছে, গত ১২ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে একযোগে ‘হায় মুজিব, হায় মুজিব’ মাতম করে আসামিরা নিজেদের শরীরে আঘাত করে অঙ্গভঙ্গি প্রকাশ করে। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে।
তাজিয়া মিছিলের ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমের অনুকরণে নিজ হাতে নিজ পিঠে দোররা দ্বারা আঘাত করার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে গভীরভাবে আঘাতের অভিযোগে মামলাটি দায়ের হয়েছে।