Home | দেশ-বিদেশের সংবাদ | হাইড্রোলিক হর্নযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

হাইড্রোলিক হর্নযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

altaf-8-1-742x525

নিউজ ডেক্স : নগরীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ভারি যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। গতকাল শনিবার সকাল থেকে জিইসি মোড় এলাকায় ট্রাফিক পুলিশ এ ধরনের যানবাহনগুলোতে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন জব্দ করে এবং পরে এসব যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে নিয়মিতভাবে এ অভিযান চলবে। গতকাল জিইসি মোড় এলাকায় ।

ট্রাক–বাসসহ বিভিন্ন যানবাহনের অন্ততঃ শতাধিক হর্ন খুলে বড় পলিব্যাগে জমা করা হয়। পরে সেগুলো ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ৩০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!