নিউজ ডেক্স : ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রাসেল তালুকদার (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মাজহারুল ইসলামের পুত্র।
বৃহষ্পতিবার দিবাগত রাতে উপজেলা চারা বটতল নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত ৩ টার দিকে সে মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ঘটনায় উক্ত ইউনিয়নের নোয়াত্যা পাড়ার আব্দুল মালেকের পুত্র মুহাম্মদ মনসুর ও ভোলা গাজী বাড়ীর মুহাম্মদ শাহ জাহানের পুত্র সজিব আহত হয়েছে। এ ব্যাপারে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব বলেন, নিহত যুবক আমার ইউনিয়ন পরিষদের সদস্য মাজাহারুল ইসলামের পুত্র।