
নিউজ ডেক্স : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রাইয়ান বিন হারুন (২৩)।
তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গারাংগিয়ার দক্ষিণ হাতিয়ারকুল এলাকার হারুন অর রশিদের পুত্র। গতকাল বুধবার সৌদি আরবের সময় সকাল সাড়ে ১০টার দিকে মদিনার আলোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহতের জেঠাতো ভাই মোহাম্মদ জোবায়ের জানান, রাইয়ান কাজের সন্ধানে গত ৪ বছর আগে সৌদি আরব পাড়ি জমায়। সেখানে সে ঘড়ি ও মোবাইল ফোনের দোকানে চাকরি নেয়। ঘটনার দিন গতকাল ২২ সেপ্টেম্বর বুধবার কাজ শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মদিনার আলোলা নামক স্থানে পৌঁছলে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাইয়ানের মৃত্যুর সংবাদ তার পরিবারে আসে।

সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বলেন, “সৌদি আরবের মদিনার আলোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রাইয়ান নামে ওই যুবক মৃত্যুবরণ করেছে বলে তার পারিবারিক সূত্রে জানতে পেরেছি।” আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner