এলনিউজ২৪ডটকম : সৌদি আরবে রংয়ের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মাহবুব আলম মাবু (৪২) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে আবাহা জেলার মাহাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম মাবু লোহাগাড়া সদর ইউনিয়নের নেয়াজের টেল রুনু তালুকদার পাড়ার মৃত আহমদ মিয়ার পুত্র ও ৫ সন্তানের জনক।
নিহতের ভাগিনা মোরশেদ আলম জানান, প্রায় ৩ বছর পূর্বে তার মামা সৌদি আরব যান। সেখানে তিনি রং মেস্ত্রির কাজ করেন। ঘটনারদিন সকালে একটি মসজিদের মিনারে রং করার সময় অসাবধানতা বশত: নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মামার মৃত্যু হয়। চলতি মাসে তিনি দেশে আসার কথা ছিল। নিহতের মরদেহ বর্তমানে আবাহার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।