এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের খায়বারে সড়ক দূর্ঘটনায় ২৮ মে রবিবার রাত সাড়ে ১১টায় (সৌদি আরব সময়) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের লালবিবির পাড়ার আলহাজ্ব আবদুল মালেক নামে এক বৃদ্ধ ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে….. রাউেজন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
জানা যায়, সৌদি আরব খায়বারে সিলসিলা জামে মসজিদের সামনে নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক র্দূঘটনায় ঘটনাস্থলে মারা যায়। খায়বার থানা পুলিশ গাড়িটি আটক করেছে । লাশ ও গাড়ি থানা হেফাজতে রয়েছে।
মরহুমের বড় ছেলে মিজানুর রহমান জানান, রামজানের মধ্যে তার পিতা বাড়ি চলে আসার কথা ছিল। জান্নাতুল বাকিতে তার পিতাকে দাফন করা হবে। তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।