নিউজ ডেক্স : ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী সোমবার (১১ নভেম্বর)-এর জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। সোমবারের পরীক্ষা কবে নেয়া হবে জানতে চাইলে তিনি সেই সময়সূচি পরে জানানো হবে বলে জানান।

সোমবার সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-এর বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পিছিয়ে দেয়া হয় আজ শনিবারের জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা। ৯ নভেম্বরের জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল আজ শনিবার সন্ধ্যা নাগাদ সুন্দরবন হয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে। সেজন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে উপকূলজুড়ে। -বিডিনিউজ