নিউজ ডেক্স : সুন্দরবনের শরনখোলা রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় র্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু সামসু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বিল্লাল মীর ওরফে কানা বিল্লাল। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ও অস্ত্রসমুহ শরণখোলা থানায় রাখা হবে।