ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেক্স : সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ এমরান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ মে ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কেরানিহাট-বান্দরবান সড়কের বাজালিয়া বুড়ির দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত এমরান (২৯) উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ফকির পাড়া এলাকার আব্দুল মন্নানের ছেলে।

নিহতের স্বজন মোহাম্মদ রহিম বলেন, বাজালিয়া থেকে একজন মিস্ত্রি নিয়ে বাড়ি ফেরার পথে বাজালিয়া বুড়ির দোকান সত্যপীরের মাজার এলাকায় ব্যাটারি চালিত রিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে আমার মামাতো ভাই এমরানকে পিছন থেকে মেরে দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মামা ঢেমশা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ শাহাজাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বাগিনা বাজালিয়া থেকে ফেরার পথে একটি প্রাইভেট কার পিছন থেকে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থালে গুরুতর আহত হয়। পরে তার অবস্থা খারাপের দিকে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। -পূর্বকোণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!