নিউজ ডেক্স : ভুয়া ডেন্টিস্ট পদবী ব্যবহার করায় সাতকানিয়ার কেরানিহাটের সিটি ডেন্টাল কেয়ারের মো. সোহাইল (২২) নামে এক যুবককে জরিমানা করা হয়েছে। এ সময় আইন অমান্য করায় অন্য দুইটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।
সোমবার (২১ আগস্ট) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, বিভিন্ন অপরাধে সাতকানিয়ায় তিনটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সেই সঙ্গে তাদেরকে সর্তক কর হয়। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। -বাংলানিউজ