নিউজ ডেক্স : সাতকানিয়ায় পিকআপ গাড়ির চাপায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গত ৪ মে শনিবার রাত ১০টায় উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের কাইয়ুমের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রিদুয়ান উদ্দিন গাড়ির চাপায় এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ হোসেন (২৪) মায়ানমারের মন্ডু জেলার বাহারছড়া নুরুল্লা পাড়ার (বর্তমান ঠিকানা-উখিয়া কুতুপালং ১ নং ক্যাম্প) নুর মোহাম্মদের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ শেষে পিকআপ গাড়িযোগে কেরাণীহাট এলাকায় ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে এলে গাড়িটি পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের খাদে উল্টে যায়। এতে মোহাম্মদ হোসেন গাড়িচাপায় নিহত হন।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।