ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ইয়াবাসহ ইউপি’র মেম্বার ও রোহিঙ্গা যুবক আটক

ইয়াবাসহ ইউপি’র মেম্বার ও রোহিঙ্গা যুবক আটক

ctg-20190821211258

নিউজ ডেক্স : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) বিশেষ অভিযান চালিয়ে পটিয়া কুসুমপুরা ইউপি সদস্য ও মিয়ানমারের এক নাগরিককে ইয়াবাসহ আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইউপি সদস্য মো. নেজাম উদ্দীন (৫২) পটিয়া কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও মো. হামিদ হোসেন (২৮) মিয়ানমারের নাগরিক।

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (তদন্ত), চট্টগ্রামের উপ-পরিচালক শওকত ইসলামের নির্দেশনায় ও সহকারী উপ-পরিদর্শক মঞ্জুরুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বিজিসি ট্রাস্ট হাসপাতাল গেইট এলাকা থেকে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (পটিয়া) সার্কেল সহকারী উপ-পরির্দশক একেএম আজাদ উদ্দিন বাদি হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ গ্রেপ্তার আসামিদের আজ বুধবার (২১ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!