নিউজ ডেক্স : স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সাতকানিয়ায় নৌকা উল্টে ভেসে যাওয়া ৩ শিশুসহ ৪ জনের মরদেহ একে একে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশুই স্থানীয় দক্ষিণ চরতি গ্রামের মো. সেলিমের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র জানায়, দক্ষিণ চরতি গ্রাম থেকে নৌকা নিয়ে নারী ও শিশুসহ আটজন পাশের সুঁইপাড়া গ্রামে যাচ্ছিলেন। একপর্যায়ে পানির স্রোতে নৌকা উল্টে গেলে সবাই পানিতে পড়ে যায়। চারজন প্রাণে বাঁচলেও তিন শিশুসহ চারজন পানির স্রোতে তলিয়ে যায়।
শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার চরতি ইউনিয়নের তালগাঁও উত্তর ব্রাহ্মণডাঙ্গা সড়কের পাশ থেকে সানজিদা আক্তার আদিরা (৭) ও বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ভাই মোহাম্মদ শহীদুল ইসলামের (৩) মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতুল ফেরদৌস (৫) নামে এক শিশুর মরদেহ বুধবার (৯ আগস্ট) বিকেলে দুরদুরি এলাকায় ভেসে ওঠে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, নৌকা উল্টে পানির স্রোতে ভেসে যাওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতাহাল শেষে তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। -বাংলানিউজ