নিউজ ডেক্স : সাতকানিয়ায় ইছামতি খালের পানিতে ডুবে মোহাম্মদ মেহেরাজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বান্দরবান জেলার ইসলামপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, সাতকানিয়া পৌরসভার চর পাড়ায় হাজী নুর আলীর বাড়ি এলাকায় নানার বাড়িতে বান্দরবান জেলার ইসলামপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ মেহেরাজ (২) বিগত তিন মাস আগে বেড়াতে আসে। গত ৮ জুলাই রাত সাড়ে ৭টার সময় মেহেরাজ নানার বাড়ির সামনের উঠানে খেলতে গিয়ে উঠানের পার্শ্ববর্তী ইছামতি খালের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন মেহেরাজকে খুঁজে না পেয়ে একপর্যায়ে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার সময় বাড়ির অদূরে খালের পানিতে মৃত অবস্থায় খুঁজে পায়।
সাতকানিয়া পৌরসভার কমিশনার সাইফুল ইসলাম সোহেল শিশু মেহেরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
-ইত্তেফাক