Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় অস্ত্র ও কার্তুজসহ অস্ত্র বিক্রেতা আটক

সাতকানিয়ায় অস্ত্র ও কার্তুজসহ অস্ত্র বিক্রেতা আটক

354

এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া পৌরসভাস্থ উত্তর রামপুর গাটিয়াডাঙ্গা এলাকায় হতে ২৮ জুলাই বেলা দেড়টায় অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মোঃ হারুন অর রশিদ সাতকানিয়া উপজেলার মার্দাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোজাফফর আহমদের পুত্র।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ, মো সিরাজুল ইসলাম, দীপন চন্দ্র সরকার, এএসআই মানিক শর্মা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাস্তার উপর থাকা একটি মিনি পিকআপ গাড়িতে তল্লাশী করে ১টি এক নলা কাটা বন্দুক, ১টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এছাড়াও অস্ত্র বহনে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে সাতকানিয়া থানা সূত্রে প্রকাশ। “সাতকানিয়া থানা পুলিশ চট্টগ্রাম” ফেসবুক আইডি থেকে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!