ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রঙিন পানিতে আক্রান্ত বিএনপি মহাসচিব

রঙিন পানিতে আক্রান্ত বিএনপি মহাসচিব

130607rongin-pani

নিউজ ডেক্স : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের লাঠিপেটা করা হয় ও জলকামান থেকে রঙিন পানি ছোড়া হয়। এসময় ঘটনাস্থল থেকে ২০জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে শনিবার কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দিয়েছিল বিএনপি। বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন।

ধরপাকড়ের সময় ঘটনাস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মী কার্যালয়ের সামনের সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপরেই লাঠিপেটা শুরু করে পুলিশ। জলকামান থেকে রঙিন পানিও ছোড়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!